বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
নরসিংদী জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সন্ত্রাসী হামলা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৯:৪১ PM
একটি হত্যা মামলা দায়ের এবং উক্ত মামলা প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে আজ (বুধবার) বিকেলে নরসিংদীতে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 

এসময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি হামলা ও মারধরের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারী মোহাম্মদ আলী টুটুল, এড. কাজী মামুন, এড. কাজী মাসুদ, ছাত্রদলের সভাপতি নাহিদসহ ৬  জন আহত হয়েছেন।  

প্রত্যক্ষদর্শী আইনজীবিরা জানিয়েছেন, বিকাল সাড়ে ৪ টার দিকে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে ৪০/৫০ জন বহিরাগত লোক আইনজীবী সমিতি কার্যালয়ের সভাপতির কক্ষে হামলা ভাংচুর চালানো হয়। এতে সভাপতির কক্ষের টেবিলের গ্লাস, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। এসময় আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলামকে মারধরের চেষ্টা করলে তার সহকর্মী আইনজীবীরা রক্ষা করতে এগিয়ে আসলে সাবেক সেক্রেটারী মোহাম্মদ আলী টুটুল, মাসুদ এবং মামুন নামে তিনজন আহত হয়।

জানা গেছে, ঘটনার আগের দিন মঙ্গলবার নরসিংদীর মাধবদী এলাকার একটি হত্যাকান্ডের ঘটনায় নরসিংদী জেলা আইনজীবী সমিতির কয়েকজন সদস্যসহ অন্যান্যদের আসামী করে ওয়ালিউল্লাহ নামে এক ব্যক্তি একটি হত্যামামলা দায়ের করে। বুধবার সকালে মামলার বাদীসহ আইনজীবী সমিতির সদস্যরা এ মামলাটি প্রত্যাহারের জন্য সমঝোতায় বসে। কিন্তু এ সমঝোতার বিষয়টিকে কে বা কারা জোরপূর্বক প্রত্যাহারের অভিযোগ তুলে আইনজীবী সমিতির কার্যালয়ে সভাপতির উপর হামলা চালানো হয়। 

কিন্তু আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম জানান, এ মামলাটি ছিল মূলত উদ্দেশ্য প্রনোদিত। বাদী নিজেই মামলা এবং আসামীর বিষয়ে ভাল করে জানতো না। যে কারণে সে নিজেই জেলা প্রশাসক এর সংগে স্বাক্ষাৎ করে মামলাটি প্রত্যাহার করার জন্য আমাদের কাছে এসেছিলেন। কিন্তু এ প্রত্যাহার চেষ্টার খবর পেয়ে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে শতাধিক বহিরাগত সন্ত্রাসী এসে আমাদের কার্যালয়ে এবং আমার অফিস কক্ষে ভাংচুর করে এবং আমাকে মারতে আসে। এসময় আমার সহকর্মীরা আমাকে রক্ষা করতে গিয়ে অনেকে আহত হয়েছেন। 

অপরদিকে এই ঘটনার পর ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদ আহত অবস্থায় জনসম্মুখে বক্তৃতা দিয়ে জানিয়েছেন,  মামলাটি প্রত্যাহার করতে বাদীকে বাধ্য করানো হয়েছে। আইনজীবীরা তাকে ধরে এনে জোরপূর্বক মামলাটি প্রত্যাহার করতে চেয়েছিল। আমরা খবর পেয়ে বাদীকে তাদের কবল থেকে উদ্ধার করেছি। আমরা ন্যায়ের পক্ষে আছি এবং ন্যায়ের পথেই থাকবো। 

উল্লেখ্য যে, নরসিংদীর আইনজীবী সমিতির কার্যালয়ে এ ধরণের সন্ত্রাসী হামলা অতীতে আর হয়নি। আজ এ ঘটনার পর পুরো নরসিংদী শহরজুড়ে ব্যপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। তবে অনেকেই বলেছেন, ছাত্রদল নেতা এই সিদ্দিকুর রহমান নাহিদ হাজতি থাকাবস্থায় কোর্টে হাজিরা দিতে এসে কোর্টের গারদ খানায় তার জন্মদিন পালন করা হয়েছিল। 

এ বিষয়টি তখন নরসিংদীতে ব্যপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছিল। আর আজ বুধবার দ্বিতীয়বারের মত তার নেতৃত্বে নরসিংদী জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় দ্বিতীয় দফায় আলোচনা সমালোচনা সৃষ্টি হলো। তবে বাদী ওয়ালিউল্লাহকে পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত