শুক্রবার ৮ নভেম্বর ২০২৪ ২৪ কার্তিক ১৪৩১
শুক্রবার ৮ নভেম্বর ২০২৪
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৮:০৩ PM
মহানবী (সা.)-এর কটূক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়নকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় এক বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বাদ জুম্মার পর উপজেলার শুভাঢ্যা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও বাংলাদেশ মানব কল্যান পরিষদের চেয়ারম্যান মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী জুম্মার নামাজ শেষ করে মুসল্লি ও কেরানীগঞ্জের তাওহীদি জনতাদের সাথে নিয়ে নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান নিয়ে প্রধান সড়ক গুলোতে বিক্ষোভ মিছিল নিয়ে সবাবেশে যোগদান করেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মানব কল্যান পরিষদের প্রধান উপদেষ্টা মুফতি ইলিয়াছুর রহমান জিহাদী। এছাড়াও সংগঠনটির মহাসচিব মাওলানা রমজান বিন শফিক, সহ সভাপতি হাফেজ আশিকুর রহমান। 

সমাবেশে বিশ্ব নবীকে কটূক্তির নিন্দা জানিয়ে তারা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সাঃ) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দিয়েছেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা। এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাই।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, কালিগঞ্জ শাহী মসজিদের খতিব মুফতি আবুল খায়ের ভৈরবী, কালিগঞ্জ বাজার মসজিদের খতিব মুফতি শেখ হামিদুর রহমান সাইফী, জেলা পরিষদ মার্কেট মসজিদের খতিব মুফতি মুহসিন উদ্দিন ওবাইদী, নোমানিয়া ওহহাবুল উলূম মাদরাসার মুহতামীম মুফতি রেজাউল করিম সায়েস্তাবাদী, চুনকুটিয়া পাকাপুল বড় মসজিদের খতিব মুফতি জমির উদ্দিন রাহমানী,  শুভাঢ্যা খালপাড় মসজিদের খতিব মুফতি হাবিবুর রহমান, চানমিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি জুনাইদ আল হাবীব, কালিগঞ্জ বড় মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান,চুনকুটিয়া গার্লস স্কুল মসজিদের খতিব মুফতি রাহাত হুসাইন হাবীবী, বাইতুল আজীম কওমি মাদরাসার মুহতামীম মুফতি রইস উদ্দিন বিক্রমপুরী, লালবানু শাহী মসজিদের খতিব মুফতি রহমত উল্লাহ, হিলফুল ফুজুল সংগঘনের সভাপতি মুফতি শাকের রাহমানী, মুফতি আলী আমজাদ, শুভাঢ্যা মোল্লা মসজিদের খতিব মুফতি আব্দুল আলীম, মুফতি ইলিয়াস ফারুকী, মাওলানা আব্দুল বারেক, এমদাদুল উলূম মাদরাসার মুহতামীম মুফতি মোস্তফা কামাল নোমান, বাইতুর রহমান জামে মসজিদের খতিব মুফতি সানিম আশরাফ দোহারী, চুনকুটিয়া চৌরাস্তা মসজিদের খতিব মুফতি নূর উদ্দীন, জাবেদ আলী মসজিদের খতিব মুফতি মাসুদুর রহমান, মারকাজে আহলে সুন্নাত মাদরাসার মুহতামীম মুফতি জাকির হোসেন, মুফতি ফয়জুদ্দিন, মোল্লা মাদরাসার মুদাররিস মুফতি হুমায়ুন বিন হায়দার, মাওলানা মাহবুবুল্লাহ সহ আরো অনেক উলামায়েকেরাম উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত