ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে রাজধানীর নীলক্ষেত থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে ৩০ হাজার টাকা আদায়ের করেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আশিকুজ্জামান বাপ্পি। তিনি ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ও কলেজের উত্তর ছাত্রাবাসের ২০৪ নম্বর রুমে থাকেন।
বাপ্পির সহপাঠীরা জানান, সন্ধ্যার দিকে অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কলেজের সামনে থেকে ৩/৪ জন তার নাম জিজ্ঞাসা করে। পরে সাদা মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। এরপর তার বোনের কাছ থেকে ডিবি পরিচয় দিয়ে ২০ হাজার টাকা আদায় করে। তার বন্ধুদের কাছ থেকেও ১০ হাজার টাকা নিয়ে আশুলিয়ার দিকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী শিক্ষার্থী আশিকুজ্জামান বাপ্পি বলেন, আমি লালবাগ টিউশন থেকে কলেজে আসার সময় বিকাল ৫টার পর ‘গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স’-এর সামনে এক লোক নাম-ঠিকানা জানতে চায়। আমি বলার পর তারা আমাকে গাড়িতে উঠতে বলে। রাজি না হলে জোর করে গাড়িতে তোলে। কোথায় নিয়ে যাচ্ছে এটা আমি জানতাম না।
এরপর আমাকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার কথা বলে। কখনো এক লাখ আবার কখনও ৫০ হাজার টাকা চায়। পরে আমার ফোন দিয়ে আপুকে টাকার কথা বললে ২০ হাজার পাঠায়। তারা জোর করে আমার ফোনের বিকাশ পিন নিয়ে অন্য জায়গা থেকে টাকা তুলে আনে।