মোহাম্মদপুরে অস্ত্রসহ ছয় ছিনতাইকারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব-২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বছিলা ব্রিজ এলাকা হতে বে-সরকারি একটি শিল্প প্রতিষ্ঠানের পণ্য ডেলিভারির পিকআপ ভ্যানে অস্ত্র ঠেকিয়ে দুধর্ষভাবে ৬,৭৭,০০০ ( ছয় লক্ষ সাতাত্তর হাজার) টাকা ছিনতাইয়ের ঘটনায় ২ জন ছিনতাইকারীসহ সংঘবদ্ধ ছিনতাই চক্রের ৬ জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গতকাল মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
আটকরা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই ও চাঁদাবাজি করতো। তথ্য যাচাই বাছাই করে র্যাব এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।