মাশরাফিদের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে পথ শিশুরা

    
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৮ মাঘ ১৪৩২
বুধবার ২১ জানুয়ারি ২০২৬
মাশরাফিদের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে পথ শিশুরা
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩২ PM (Visit: 375)

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে লড়েছে ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সিলেট ম্যাচ জিতেছে ২ রানে। তবে মাঠের খেলা ছাপিয়ে এদিন ভিন্ন এক ঘটনা নজর কেড়েছে সবার। মাশরাফি বিন মুর্তজার সিলেট দলের পক্ষ থেকে ঢাকার রাস্তায় থাকা ১৮০ জন পথ শিশুকে খেলা দেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। 

গ্যালারিতে গিয়ে দেখা গিয়েছে, কোনো শিশুর হাতে মাশরাফির নাম লেখা আবার কারও হাতে লেখা হৃদয়ের নাম। ছোট ছোট এসব বাচ্চাদের চোখে মুখে লেগে ছিল প্রথমবারের মতো দেশের তারকা ক্রিকেটারদের খেলা সরাসরি দেখতে পাওয়ার আনন্দ। রবিন নামের এক শিশু জানালেন, তার স্বপ্ন পূরণ হয়েছে মাঠে খেলা দেখতে পেরে। ভবিষ্যতে সুযোগ হলে সে আবার আসবে। 

সিলেটের এমন উদ্যোগ সম্পর্কে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে দলটির দায়িত্বে থাকা সাইফুর রাজা চৌধুরি বলেন, ‘মূল কথা হচ্ছে এদের আমরা সিলেটের পক্ষ থেকে এখানে নিয়ে এসেছি। ছায়া তল বাংলাদেশ নামের একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে এসব সুবিধাবঞ্চিত শিশুদের আমরা নিয়ে এসেছি। এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে শিশু থেকে দশম শ্রেণি পর্যন্ত শিশুদের নিয়ে কাজ করা।’ 

হঠাৎ করে পথ শিশুদের মাঠে আনার কারণ জানতে চাওয়া হলে সাইফুর বলেন, ‘এখানে এদেরকে নিয়ে আসার কারণ হচ্ছে শুধুমাত্র একটা দিন ওদের সঙ্গে খেলা উদযাপন করা। এরা ক্রিকেট কি বুঝবে কে জানে, হয়তো এখানেই লুকিয়ে আছে আগামীর মাশরাফি-সাকিব, কিংবা একজন মুশফিক। এখান থেকেই শুরু আমাদের লক্ষ্য।’ 

সব মিলিয়ে কতো জন আনার পরিকল্পনা ছিল বা তারা কী কী পেল এমন প্রশ্নের জবাবে সাইফুর আরও বলেন, ‘এরা সবাই ঢাকার। আমাদের পরিকল্পনা ছিল ২০০ জনকে আনার। তবে ২০ জন আসেনি। এ কারণে ১৮০ জন শিশু এখানে এসেছে। ওদেরকে আমরা জার্সি দিয়েছি, টিকিট দিয়েছি, প্যাকেটিং খাবার দিয়েছি দুপুরের। এরপর আইসক্রিম দিয়েছি। এদেরকে বাস করে এনেছি, আবার বাসে করে পৌঁছে দিব।’

আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। সেখানে তাদের পরিকল্পনার কথা জানিয়ে সাইফুর বলেন, ‘সিলেটের মাঠেও আমাদের এমন পরিকল্পনা রয়েছে। ফাইনালে খেলতে পারলে আরো ভিন্ন পরিকল্পনা থাকবে আমাদের।’

বাবু/এসআর







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy