রাজধানীর কোতয়ালীতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ২জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ওমর ফারুক ও শরিফ মাহমুদ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে নগদ ১ লক্ষ ৭১ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল ও স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৯ মে বাবুবাজারের হায়বৎ নগর লেনের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। মামলার বাদীর বাসায় ২ জন ব্যক্তি মুখে কাপড়ের রুমাল বেঁধে, মাথায় ক্যাপ পরিহিত অবস্থায় প্রবেশ করে। বাদীর স্ত্রীকে জখম করে বাসায় রক্ষিত ১০ লক্ষ ৫ হাজার টাকা, স্বর্ণের গহনা এবং ১টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা রুজু হয়।
তিনি আরো বলেন, মামলা রুজুর পর কোতয়ালী থানা পুলিশ তদন্ত শুরু করে। মামলা তদন্তকালে ঘটনাস্থলের আশেপাশের ৫০ থেকে ৬০ টি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের চিহিৃত করা হয়। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতে কুমিল্লা জেলার মেঘনা থানার হরিপুর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।