পর্দায় দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, দেব আনন্দদের মায়ের চরিত্রে বহু বার দেখা গিয়েছে তাঁকে। এক লম্বা সময় কাটিয়েছেন হিন্দি সিনেমার জগতে। ৯৪-তে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী।
ঝুলিতে ২৫০-রও বেশি হিন্দি ছবি। পর্দায় দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, দেব আনন্দদের মায়ের চরিত্রে বহু বার দেখা গিয়েছে তাঁকে। এক লম্বা সময় কাটিয়েছেন হিন্দি সিনেমার জগতে। ৯৪-তে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী সুলোচনা লাতকর। রবিবার মুম্বইয়ের দাদার এলাকার একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পরিাবর সূত্রের খবর, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে বর্ষীয়ান এই অভিনেত্রীর।
সূত্র:আনন্দবাজার
-বাবু/ সাদরিনা