<
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ২৬ ভাদ্র ১৪৩১
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
কক্সবাজারে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ১০:০০ PM
নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে কক্সবাজার পৌর শহর। একের পর এক অভিযোগ আসছে প্রার্থীদের কাছ থেকে। ঘটছে হামলার ও হয়রানির ঘটনা। এমনই একটি ঘটনা ঘটেছে পৌরসভার ৯নং ওয়ার্ডে। ৯নং ওয়ার্ডের ডালিম মার্কার কাউন্সিলর প্রার্থী আবু ওবায়েদ্দীন নাছের ও তার সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী হেলাল উদ্দীন কবির ও তার সমর্থকদের বিরুদ্ধে। ডালিম মার্কার সমর্থকদের মধ্যে হামলায় আহত হয়েছেন বিকাশ দাশ, দোলন দাশ ও সাগর৷

শুক্রবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে এসব বিষয় জানান ডালিম মার্কার কাউন্সিলর প্রার্থী আবু ওবায়েদ্দীন নাছের৷

সংবাদ সম্মেলনে তিনি রিটার্নিং অফিসার, পুলিশ সুপার এবং জেলা প্রশাসকসহ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করে কাউন্সিলর প্রার্থী আবু ওবায়েদ্দীন নাছের বলেন, প্রতিদিনের মত আমার কর্মীরা লিফলেট বিতরণ করতে ভোটারদের দরজায় পোঁছলে প্রতিদ্বন্দ্বী উট পাখি মার্কার কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দীন কবিরের কর্মীরা আমার কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়৷

তিনি বলেন, আমাকে এবং আমার কর্মীদের হয়রানির বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়ার পরেও কোন কিছু হয়নি৷ যার ফলে প্রতিপক্ষরা প্রার্থীরা বার বার হামলা এবং হয়রানি করতেছে৷

প্রশাসনের কাছে সুস্থ ভোট উপহার দেয়ার জন্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাউন্সিলর প্রার্থী আবু ওবায়েদ্দীন নাছের অনুরোধ জানান৷

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিল রফিক আহমেদ ডালিম, এড. এ এইস এম শাহ জাহান, সাংবাদিক সাইমুন আমিন, মঈন উদ্দীন আহমেদ, প্রার্থীর বড় বোন মাহফুজা বেগমসহ প্রমুখ৷
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত