বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা ১১ দফা অবরোধের আগের রাতে রাজধানীর মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে বাসে অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।
আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।