মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ৩০ আশ্বিন ১৪৩১
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪
তাপসের অভিযোগে ডিবি অফিসে অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ২:৫৬ PM
সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস, ভিডিও বার্তার গণ্ডি পেরিয়ে বিষয়টা আইনি পর্যায়েও গড়ালো। চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে ঢাকা মেট্রপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) অভিযোগ দিয়েছেন গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। সেই অভিযোগের ভিত্তিতে অপুকে তলব করেছে ডিবি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে একটি ঘনিষ্ঠ সূত্র খবরটি নিশ্চিত করেছে। 

প্রসঙ্গ একটু পরিষ্কার করা জরুরি। কিছু দিন আগে গানবাংলা টিভির চেয়ারপার্সন তথা তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যেখানে লেখেন, তাপসের সঙ্গে চিত্রনায়িকা বুবলী প্রেম করছেন। যদিও স্ট্যাটাসটি কিছুক্ষণের মধ্যেই আবার সরিয়ে দেন তিনি।

এর কিছু দিন পর মুন্নির সঙ্গে অপু বিশ্বাসের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাদের আলোচনার মূলে ছিলেন বুবলী। পুরো ঘটনাটি সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি অনুষ্ঠানে এসে পরিষ্কার করেন তাপস-মুন্নি। কিন্তু ঘটনায় নতুন মোড় আসে গত ১৭ ডিসেম্বর ভোর রাতে, যখন একটি লম্বা ভিডিও বার্তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে তিনি অভিযোগের আঙুল মুন্নির দিকেই তোলেন। আর বুবলীর প্রতি বিষোদগার তো ছিলোই।









অপুর ভিডিও বার্তার পর ওই দিনই (১৭ ডিসেম্বর) ডিবি কার্যালয়ে অভিযোগ জানান তাপস। অভিযোগে বলেছেন, ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে অপু তার ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ণ করেছেন। সেই অভিযোগের সূত্রেই অপুকে তলব করেছেন ডিবি প্রধান হারুন অর রশীদ।

ভিডিও মুছে দিতে চাইলেন অপু বিশ্বাস
বিষয়টি নিশ্চিত করেছেন গান বাংলা চ্যানেলের জনসংযোগ কর্মকর্তা রুদ্র হক। 

ডিবি কার্যালয় থেকে বের হয়ে অপু বিশ্বাস বলেন, ‘হারুন ভাই আমাদের অভিভাবক। তাই আমরা উনার কাছে এসেছি। আমি সবাইকে সম্মান করি। তাপস ভাইয়ের সঙ্গে আমার আজ প্রথম দেখা, তবে এই জায়গায় দেখা হবে সেটা ভাবিনি। পারিবারিক ঝামেলা নিয়ে বেশি আলোচনা না হওয়াই ভালো। ভুল মানুষের উর্ধ্বে নয়, সবাইকে অনুরোধ করবো কেউ আমাদের নিয়ে ভুল ব্যাখ্যা দিবেন না।’

তিনি আরও বলেন, ‘আমার ফেসবুকে একটি ভিডিও দিয়েছিলাম। কিন্তু তাপস ভাই ভাবীকে আজ কাছাকাছি পেয়ে আমার ভালো লেগেছে। আমি সেই ভিডিও ডিলিট করে দেব।’
 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত