বগুড়ার নন্দীগ্রামে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি’র সভাপতিত্বে ও যুগ্ম-সাধারন সম্পাদক মুকুল মিঞার সঞ্চনালয় বক্তব্য রাখেন, আ’লীগ নেতা স্বপন চন্দ্র মহন্ত, সরফুল হক, শামীম শেখ, গোলাম মোস্তফা, আনন্দ কুমার, ফিরাজুর রহমান, এফ ফারুক কামাল, আব্দুর রাজ্জাক, সানোয়ার হোসেন, সুজন প্রামানিক, তীর্থ সলিল রুদ্র, আব্দুস সালাম, রেজাউল করিম, শাহিরুল ইসলাম, মখলেছুর রহমান, কালিপদ রায়, জুলফিকার আলী, মোজাম্মেল হক, নিকুঞ্জু চন্দ্র, তারেক হোসেন, মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, কৃষক লীগের সাধারন সম্পাদক সাঈদ রায়হান মানিক, স্বে”ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক আরাফাত হোসেন, ছাত্রলীগ নেতা আল নোমান নাদিম, আল-জাহিদ, আবু রায়হান প্রমূখ।