সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
বালিয়াকান্দিতে এবার দ্বিগুন সরিষা চাষ অধিক ফলনের আশা
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ৩:০৫ PM
গতবছরের তুলনায় রাজবাড়ী বালিয়াকান্দিতে এবার দ্বিগুণ জমিতে সরিষার আবাদ করেছে কৃষকরা। গতবছর এ উপজেলায় ৪৪৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হলেও এবছর সরিষার আবাদ ১হাজার ৩২ হেক্টর জমিতে হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে গতবারের চেয়ে আড়াইগুন বেশি।

কৃষকরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ফলন অধিক ফলন হবে। লক্ষ্যমাত্রা অনুযায়ী সরিষার উৎপাদন হলে সয়াবিন তেলের উপর থেকে চাপ কমবে বলেও জানান তারা।

একই কথা উল্লেখ করে উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ সরিষা চাষ হয়েছে বালিয়াকান্দিতে।

বালিয়াকান্দি কৃষি দপ্তরের বারাতে জানাযায়  এ মৌসুমে বহরপুরে ১০০ হেক্টর, নবাবপুরে ২০০ হেক্টর, বালিয়াকান্দিতে ৯০ হেক্টর,ইসলামপুরে ২৫৬ হেক্টর, নারুয়াতে  ১০০ হেক্টর, জঙ্গলে ১১৬ হেক্টর, জামালপুরে ১৭০ হেক্টরসহ উপজেলার ৭টি ইউনিয়নে মোট ১ হাজার ৩২ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে এবং তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলার ৯১ জন চাষীকে প্রদর্শনী ও ১০জন চাষীকে মৌ কলোনীসহ মৌ বাক্স প্রদান করা হয়েছে। সরিষার আবাদ বৃদ্ধিসহ মৌ কলোনীর মাধ্যমে পরাগায়নের ফলে ফলন বৃদ্ধি ও মধুর উৎপাদনে কৃষকের আর্থিক ভাবে লাভবান হচ্ছে।

সরিষা চাষী মো সুজন চিশতী বলেন, উন্নত জাতের সরিষা চাষ করে এক দিকে যেমন ফলন বেশি হচ্ছে তেমন অধিক ফলও হওয়ায় লাভও বেশি হচ্ছে।  প্রতিবিঘা সরিষা চাষে খরচ হয় ১৫শ থেকে ২৫শ টাকা।  প্রতি-বিঘায়  ৫-৭ মন ফলন হয় সরিষার যা বর্তমান বাজার ২৫শ টাকা করে ১২/১৬ হাজার টাকা লাভ হওয়া সম্ভব। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো রফিকুল ইসলাম গতবছর এ উপজেলাতে ৪৪৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হলেও এবছর ১০৩২ হেক্টর জমিতে আবাদ হয়েছে সরিষা। উৎপাদন বৃদ্ধি করে  সয়াবিন তেলের বিকল্প হয়ে উঠবে সরিষার তেল। সরিসা আবাদ বৃদ্ধির সহ প্রশিক্ষনের মাধ্যমে কৃষকদের মৌচাষে আগ্রহী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের উপজেলা কৃষি বিভাগ। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত