মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৫:৩৮ PM
চাঁপাইনবাবগঞ্জে এক মাদক ব্যবসায়ির পক্ষে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন। শুক্রবার বিকেল ৫টার দিকে বিজিবি রহনপুর ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে লিখিত ব্যক্তব্য পাঠ করেন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

লিখিত ব্যক্তব্যে তিনি বলেন , শাহাদত একজন চিহ্নত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে সোনামসজিদ ও চকপাড়া সীমান্ত এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছে। শাহাদতের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। কথিত সাংবাদিক রুবেল আসামির পরিবারকে ডেকে নিয়ে এসে আজ শুক্রবার দুপুরে বিজিবির বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সংবাদ সম্মেলন করেন আসামির পরিবার ও কথিত সাংবাদিক।

আটককৃত আসামীকে থানায় সোপর্দ করার পূর্বে কথিত সাংবাদিক এস এম রুবেল ব্যাটালিয়ন অধিনায়ককে ফোন করে আটক শাহাদকে  ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রলোভন দেখায় এবং অনুরোধ করেন। বিজিবি মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে অধিনায়ক বর্ণিত আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করেন।

গত ১০ জানুয়ারি দুপুরে সোনামসজিদ বিওপি'র নায়েক সেলিম রেজার নেতৃত্বে একটি টহল দল ১৮৪/৪ এস পিলার হতে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫৬৫ গ্রাম হেরোইন, ১ হাজার ৯৮৫ পিস ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ শাহাদতকে আটক করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত