চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রোববার বেলা ১১টায় জেলার শিবগঞ্জ উপজেলার ১২নং পাকা ইউনিয়নের দশ রশিয়া গ্রামের সীমান্তবর্তী চরাঞ্চল এলাকার হত দরিদ্র জনসাধারণের মধ্যে কম্বল বিতরণ করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি।
এ বিষয়ে রোববার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সকল ধরনের মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। এরই অংশ হিসেবে রোববার শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ২শ’ কম্বল বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন।
এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ওয়াহেদপুর বিওপির বিওপি কমান্ডার ও বিভিন্ন পদবীর বিজিবি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।