রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ: দীপু মনি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ৪:৫০ PM
সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ। শারীরিক প্রতিবন্ধী সুরক্ষার ট্রাস্ট, মৈত্রী শিল্প যার সুচিন্তিত  মতামত ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে আজকে একটি রুগ্ন শিল্প হতে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যিনি  বিভিন্ন সময় মৈত্রী শিল্পের উন্নয়ন ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়নে উল্লেখযোগ্য ভুমিকা রেখেছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার নেতৃত্বে প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট আজ একটি লাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত এবং প্রতিবন্ধীদের কল্যানে পরিচালিত। ইতিমধ্যে মন্ত্রীসভা সহ সব সরকারি দফতরে এই প্রতিষ্ঠানের পন্য ও মুক্তা পানি ব্যবহার হচ্ছে এছাড়াও দেশের প্রত্যন্ত অ লে এখন মুক্তা পানি পাওয়া যাচ্ছে। এই প্রকল্প থেকে প্রতিবন্ধীরা বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন গ্রহন করে সাবলম্বী হচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন অনেকে আবার উদ্যোক্তাও হচ্ছেন। যদিও প্রশিক্ষণের জন্য কিছু প্রশিক্ষকের ঘাটতি আছে খুব দ্রুতই আমরা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেব। আজ মঙ্গলবার দুপুর স্টেশন রোড নতুন বাজার শারীরিক প্রতিবন্ধী সুরক্ষার ট্রাস্ট মৈত্রী শিল্পর বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এসময় তিনি প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণ শাখা, উৎপাদন শাখা পরিদর্শন শেষে বঙ্গবন্ধু কর্নারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক  (যুগ্ম সচিব) সেলিম খান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের (যুগ্ম সচিব) মেহেদী হাসান, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেম মোহাম্মদ শফিকুল ইসলাম। কারখানার ব্যবস্থাপক মহসিন আলী প্রমূখ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত