শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
গারো পাহাড়ে বিদ্যুতের তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৬:৫১ PM
নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুষ্কৃতিকারীদের পাতা জেনারেটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্য  হাতির মৃত্যু হয়েছে। 

শনিবার ভোর সাড়ে ৩ টার দিকে সীমান্তের উত্তর কাটাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী।

জানা গেছে, ফসল রক্ষার জন্য স্থানীয় কৃষকরা জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখেন। এতে আলো দেখে ভয়ে বন্যহাতির দল ধানক্ষেতে ও লোকালয়ে কম প্রবেশ করে। গতকাল শুক্রবার রাতে  প্রায় ৮-১০ টি বন্যহাতির একটি দল নাকুগাঁও এলাকা থেকে উত্তর কাটাবাড়ি এলাকায় আসে। একপর্যায়ে রাত সাড়ে ৩ টার দিকে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। হাতিটি মৃত্যুর পর পালের অন্যান্য হাতিরা এখানে চিৎকার চেঁচামিচি শুরু করে।স্থানীয়দের কাছে  খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, সীমান্তবর্তী এলাকায় বিদ্যুতের সংযোগ নিষিদ্ধ করার পরেও কতিপয় দুষ্কৃতিকারী জেনারেটের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিলে ১৫ বছর বয়সী মাদি হাতিটি বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ বিষয়ে ময়নাতদন্তের পর হাতির মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হাতিটি প্রাণ হারিয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত