শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
বরিশালে ডিবি পুলিশকে কোপালো মাদক ব্যবসায়ীরা
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৬:৪৮ PM
বাবুগঞ্জে মাদক কারবারীদের হামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল আহত হওয়ার ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় পুলিশকে কোপানোর এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কনস্টেবলের নাম মো. ইমরান। এ ঘটনায় তিনিসহ আরও আহত হন সাগর ও শাওন নামে দুজন। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাবুগঞ্জ থনার ওসি জহিরুল আলম বলেন, বাবুগঞ্জ থানার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে কারবারিদের হামলায় জেলা ডিবির কনস্টেবল আহতের ঘটনায় একটি নিয়মিত মামলা হয়েছে। ডিবির এস আই গোলাম আজম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

হামলাকারী সাগরসহ অজ্ঞাত ৫/৬ জনকে মামলায় আসামি করা হয়। জানা যায়, বাবুগঞ্জ উপজেলায় মাদক উদ্ধারের অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানিক দলের সঙ্গে মারামারিতে কনস্টেবলসহ তিনজন আহত হয়েছে।

বরিশাল জেলা ডিবির পরিদর্শক মোস্তফা আনোয়ার জানান, বাবুগঞ্জ উপজেলার দেহেরগতির দারোগারহাট এলাকার হারুন খার ফার্মের বাগানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় স্থানীয় মাদক কারবারি সাগরসহ তার সহযোগীদের সঙ্গে ডিবি পুলিশের ধস্তাধস্তি ও মারামারি হয়। এতে তাদের চাকুর আঘাতে বাম গালসহ শরীরের তিন স্থানে জখম হয়েছে কনস্টেবল ইমরানের। মারামারিতে সাগর (২৭) ও শাওন (২৫) গুরুতর জখম হয়েছেন। 

আহত তিনজনকেই বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়া হামলাকারী মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিবি অফিস।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত