রাজবাড়ী জেলা সদরের বাঘিয়া মাশালিয়া এলাকায় ট্রাক্টার উল্টে ড্রাইভার শাহিন মিয়া (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি)এ সন্ধ্যায় এঘটনাটি ঘটে।
নিহত শাহিন জেলার বালিয়াকান্দি উপজেলার দাঙ্গা হাতিমোহন গ্রামের সাত্তার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় শাহিন খালি ট্রাক্টর নিয়ে বালিয়াকান্দি জামালপুর ইউনিয়নের মাসালিয়া হয়ে মূল ঘর যাওয়ার পথে বাঘিয়া মাশালিয়া নামক স্থানে পুকুরে পড়ে এবং শাহিন গাড়ির নিচে চাপা পড়ে।
স্থানীয় লোকজন প্রায় আধা ঘন্টা চেষ্টা করে শাহিন কে উদ্ধার করে মধুখালী হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানাপুলিশ জানায়, পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়ছে।