চাঁপাইনবাবগঞ্জে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলাপর্যায়ের জমজমাট আসর।
বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলাশহরের পুরাতন স্টেডিয়ামে জেলা শিক্ষা অফিস আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম সাহিদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাছমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ, কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা পারভীন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমানসহ বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
জেলা পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলা সদরসহ ৫ উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা ক্রিকেট, এ্যাথলেটিক্স, উচ্চলম্ফনসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেন।