রবিবার ৩ আগস্ট ২০২৫ ১৯ শ্রাবণ ১৪৩২
রবিবার ৩ আগস্ট ২০২৫
কালিহাতীতে জুলাই যোদ্ধাদের বিএনপির সংবর্ধনা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৭:৫৭ PM
বাংলাদেশের মানুষের সকল প্রকার অধিকারের হরণকারী শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে জীবনবাজি রাখা সাহসী যোদ্ধাদের সম্মানে টাঙ্গাইলের কালিহাতীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেলে কালিহাতী উপজেলা বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা।

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, যুবদলের সদস্য সচিব হাসমত আলী রেজা, পৌর বিএনপির সভাপতি  ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম শহীদ,  এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের ক্রেস্ট ও নগদ অর্থ উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত