রবিবার ৩ আগস্ট ২০২৫ ১৯ শ্রাবণ ১৪৩২
রবিবার ৩ আগস্ট ২০২৫
‘বিএনপির নেতৃত্বে সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সকলকে কাজ করতে হবে’
লাকসাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৭:৪৭ PM
মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় লাকসাম উপজেলা-পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে  দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

শুক্রবার বিকাল ৫টায় লাকসামের আনছারিয়া ফাউন্ডেশনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ এর নির্বাহী সদস্য, সাবেক ডাকসু'র সদস্য ও যুবদলের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ড.রশিদ আহমেদ হোসাইনী।

এসময় তিনি বলেন -মাইলস্টোন ট্রাজেডি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বিষয়টি ছিল অনাকাঙ্ক্ষিত। ট্রাজেডির পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ভূমিকা রেখে আসছে। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা, মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। 

তিনি বলেন, বাংলাদেশের রাস্ট্রীয় ক্ষমতায় যেন আর কোন ফ্যাসিবাদের স্থান না হয়,সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি বিএনপির নেতৃত্বে সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে।

লাকসাম পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো.মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা বিএনপি নেতা আতিকুর রহমান লিটন, মো.বেলায়েত হোসেন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো.আলা উদ্দিন, লাকসাম উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাইদুল হক, লাকসাম উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মাইন উদ্দিন সাকিব, মনোহরগঞ্জ উপজেলা যুবদল নেতা মো.ইয়াছিন, লাকসাম সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার। 

এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা ও পৌর সভা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আনছারিয়া ফাউন্ডেশনের খতিব মুফতি ইব্রাহিম খলিল।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত