রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
জনগণের রাজনীতির কাছে পরাভূত হবে সরকার: মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ১২:৫৭ PM
জনগণের রাজনীতির কাছে সরকার পরাভূত হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

দরিদ্রদের অর্থনৈতিক মুক্তি মেলেনি দাবি করে ড. মঈন খান বলেন, ‘তাই দেশের মানুষ নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগের ভোটাররাও কেন্দ্রে যায়নি।’
 
রাজপথেই থাকবেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করবে বিএনপি। মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না।’
 
বর্তমান সংসদ জনগণের নয় উল্লেখ মঈন খান বলেন, কালো পতাকা মিছিলের মাধ্যমে রাজপথে সরকারকে জনগণ প্রত্যাখ্যান করছে। গণতন্ত্র ফিরিয়ে আনা অবধি আন্দোলন চলবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত