জনগণের রাজনীতির কাছে সরকার পরাভূত হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
দরিদ্রদের অর্থনৈতিক মুক্তি মেলেনি দাবি করে ড. মঈন খান বলেন, ‘তাই দেশের মানুষ নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগের ভোটাররাও কেন্দ্রে যায়নি।’
রাজপথেই থাকবেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করবে বিএনপি। মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না।’
বর্তমান সংসদ জনগণের নয় উল্লেখ মঈন খান বলেন, কালো পতাকা মিছিলের মাধ্যমে রাজপথে সরকারকে জনগণ প্রত্যাখ্যান করছে। গণতন্ত্র ফিরিয়ে আনা অবধি আন্দোলন চলবে।