আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন, ২০২৪ এর জুলাই-অগাস্টের আন্দোলনের ‘আসল নায়ক’ তারেক রহমান এবং ‘সবচেয়ে বেশি আত্মত্যাগ’ খালেদা জিয়ার।
চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পেশাজীবী মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, “জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আসলে নায়ক তো ছিল তারেক রহমান এবং সবচেয়ে বেশি যে আত্মত্যাগ সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার।
“বক্তৃতা এটা দিয়ে শুরু করতে হবে। যাদের কারণে আজকে শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। ওয়াসিমের নামটা পর্যন্ত ঢাকায় আমি কোথাও দেখি নাই। জুলাই অগাস্টের এসব আলোচনায় ওয়াসিমের নাম কোথাও নাই। যিনি প্রথম শাহাদাত বরণ করলো। তার নাম নাই কিন্তু।”
তিনি বলেন, “অনেকটা শেখ হাসিনার মুক্তিযুদ্ধের কৃতিত্বের কথা আমার কাছে মনে পড়ে। মুক্তিযুদ্ধ করল কারা, আর তার কৃতিত্ব দাবি করলো সারা জীবন শেখ হাসিনা। রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, একশ সংস্কার করেও এদেশের কোনো ভবিষ্যত নাই।
“এজন্য দেশ গড়তে হলেও রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। আমাদের নেতাকর্মীদেরও বলছি, সহনশীল থাকবেন। অপরের সাথে দ্বিমত পোষণ করেও, তার মতের প্রতি সম্মান জানান। অসুবিধা নাই।”
সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এখন আমাদেরকে দেশ গড়তে হবে। এখন যুদ্ধক্ষেত্রে নাই আমরা। যখন নির্বাচন শেষ হয়ে যাবে, এই দেশটাকে তো গড়তে হবে। জিয়াউর রহমান সাহেব যেভাবে দেশ গড়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশ গড়েছেন, তারেক রহমান সাহেব দেশ গড়ার যে স্বপ্ন জাতির সামনে তুলে ধরছেন, ৩১ দফার মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরতে হবে।
“আগামীর বাংলাদেশে আমাদের তরুণদের ভূমিকা কী হবে? তাদের ভবিষ্যত কী হবে? আমরা এক কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলছি প্রথম ১৮ মাসে। এটা অ্যামবিশাস একটা কথা। এই কথাটা আমরা পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবে বলছি না। কোন সেক্টরে কত চাকরি হবে দেশে-বিদেশে, আত্মকর্মসংস্থান কত হবে এটা হিসাব করে বের করেছি। এবং এগুলোর জন্য যে পরিবর্তন আনব রাষ্ট্রীয় নীতিমালায়, সেটাও আমরা রেডি করেছি।”
তিনি বলেন, “এসব বিষয়ে তারেক রহমান সাহেব বিএনপির নীতি নির্ধারকদের নিয়ে কাজ করেছেন। স্বাস্থ্য, শিক্ষা, আইটি, শিল্প, কৃষিতে কী হবে প্রত্যেক বিষয়ে আমাদের প্রস্তুতি চলছে। যাতে জনগণ যদি আমাদের নির্বাচিত করে প্রথম দিন থেকে যেন আমরা অ্যাকশনে যেতে পারি। দেশ গড়তে হবে তো। পলিটিক্যাল রেটরিকস দিয়ে বেশিদিন রাজনীতি চলবে না। দেশ গড়ার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে।”