আমার কাছে যেকোন প্রয়োজনে আসতে কোন মাধ্যম লাগবেনা আপনারা আমার কাছে সরাসরি আসবেন। আপনারা যে ভালবাসা দেখিয়ে আশা আকাঙ্খা ও প্রত্যাশা নিয়ে আমাকে বিজয়ী করেছেন তা আমি আপনাদের সহযোগিতা ও পরামর্শে পালন করব।
গত বৃহস্পতিবার বিকালে গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে রংপুর-১আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু এসব কথা বলেন। গণসংবর্ধনায় সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। হাজার হাজার নেতাকর্মীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা সাংবাদিক সমাজসহ বিভিন্ন ব্যক্তি পর্যায় থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানানো হয় এই নবনির্বাচিত সংসদ সদস্যকে।
এর আগে দুপুর থেকে তাকে বরণ করতে জনস্রোতে পুর্ন হয়ে যায় উপজেলা পরিষদ চত্বর। গঙ্গাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু। এসময় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, সংগঠনসহ বিভিন্নস্তরের প্রতিনিধি হিসেবে একজন করে বক্তব্য রাখেন। বিকাল থেকে শুরু হওয়া সংবর্ধনা সন্ধ্যা পর্যন্ত চলে। এদিকে আসাদুজ্জামান বাবলু এমপি গণসংবর্ধনা অনুষ্ঠানে আসলে উপস্থিত জনতা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানায়। এমপি আসাদুজ্জামান বাবলু সংবর্ধনা অনুষ্ঠানে প্রবেশ করেই চারদিক ঘুরে সর্বস্তরের জনতাকে ফুলেল পাপড়ি ছিটিয়ে অভিনন্দন জানিয়ে মঞ্চে উঠেন। বাবলুর এমন ভালবাসা পেয়ে উপস্থিত জনতা মুগ্ধ হয়ে যান। সংবর্ধনা ও আলোচনা শেষে গভীর রাত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া গঙ্গাচড়া হতে শহর পর্যন্ত রাস্তায় বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, ব্যাক্তি আসাদুজ্জামান বাবলু এমপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কয়েকদিন আগেই গেইট দেয়।