গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার দুপুরে জেলা আমীর আহসান হাবীব মাসুদের নেতৃত্বে একটি মিছিল শহরের পুরাতন কোর্ট মসজিদের সামনে থেকে শুরু হয়। পরে নিরালা মোড়-ভিক্টোরিয়া রোড হয়ে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।
জেলা আমীর বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা গোপালগঞ্জ থেকে আবারও মাথাচাড়া দিয়ে উঠার ষড়যন্ত্র করছে। এনসিপির প্রোগ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা স্বাভাবিক ঘটনা নয়। এটি বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। সুতরাং জুলাই আন্দোলনের সহকর্মীদের বিভেদ ভুলে আবারও ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে ।
ভারতের গোলামীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করতে হবে। গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এতে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, ইসলামি ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আব্দুর রাজ্জাক, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল।