শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
টঙ্গীতে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৮:০১ PM
গাজীপুরের টঙ্গীতে জুলাই গণহত্যার বিচারের দাবিতে জুলাই দ্রোহ ও বিক্ষোভ মিছিল মিছিল করেছে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী শাখার শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানটির প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। 

তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) ভিপি ইকবাল কবিরের সভাপতিত্বে মিছিলে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান, টাকসু'র সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমূখ।  

সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। জুলাই গণহত্যার বিচার অতি দ্রুত না করলে ছাত্র জনতা আবারো রাজপথে নামবে বলেও হুঁশিয়ারী দেন তারা।

তারা আরো বলেন,  অতি দ্রুত আওয়ামী লীগ ও হাসিনার বিচার করতে হবে। জুলাই আন্দোলনে মিল্লাত পরিবার থেকে ৫ জন শহীদ হয়েছেন। অতি দ্রুত হত্যাকারিদের বিচারের দাবি জানান তারা। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত