নীলফামারীর সৈয়দপুরে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর-পার্বতীপুর সড়কে অবস্থিত গণসাহায্য সংস্থার মিলনায়তনে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) ওই কর্মশালাটির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর কাজী জাহানারা বেগম।
আলোচনায় অংশ নেন সাংবাদিক এম আর আলম ঝন্টু, মো. আমিরুজ্জামান, সদরের সংগলশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিকেন্দ্রজীৎ রায়, পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস।
প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন আরটিআই গ্রুপ সৈয়দপুরের সহ-সাধারণ সম্পাদক সালফিয়া আক্তার। তথ্য অধিকার আইন ও এর ব্যবহার সম্পর্কে আলোচনা করেন রিইব সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান, তথ্য অধিকার আইন চর্চার অভিজ্ঞতা উপস্থাপন করেন যথাক্রমে আরটিআই গ্রুপ সদরের সভাপতি গিরিশ চন্দ্র শর্মা ও তারগঞ্জের আরটিআই সভাপতি মমিনুর সরকার। মুক্ত আলোচনায় অংশ নেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করে আরটিআই গ্রুপ সৈয়দপুরের সভাপতি শফিকুল আলম। অনুষ্ঠানে আরটিআই গ্রুপের সদস্য, সাংবাদিক ও সুধীজনসহ প্রায় ৩৫ জন অংশগ্রহণ করেন কর্মশালায়।