মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৪:৩৪ PM
নড়াইলে মাদক মামলায় মো. কাদের বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।

যাবজ্জীবন দণ্ডরাপ্ত আসামি কাদের বিশ্বাস যশোরের চৌগাছার মোহাম্মদপুরের করিম বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি কাদের বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো. আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২০০৯ সালে সদর উপজেলার সিতারামপুর ব্রিজের পাশে একটি বাস তল্লাশি কালে কাদের বিশ্বাসের কোমর থেকে ৩ লিটার ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৮ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মাদক কারবারি যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত