মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
সিংড়ায় তামাক বিরোধী আলোচনা সভা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৪:৩৯ PM
নাটোরের সিংড়ার পৌরসভার সাথে এইড ফাউন্ডেশন, মেয়র এলাইন্স ফর হেলদি সিটি ও তামাক বিরোধী জোটের যৌথ উদ্যোগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। 

২৯ জানুয়ারি (সোমবার) সকাল ১১টায় টায় সিংড়া পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। 

সভাটি সঞ্চালনা করেন, সিংড়া পৌরসভার পিএনও আব্দুল মতিন, সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন, জেনারেল সেক্রেটারি মেয়র এলাইন্স ফর হেলদি সিটি ও ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির

আলোচনায় বক্তব্য রাখেন, মেয়র এলাইন্স ফর হেলদি সিটির সদস্য, কার্যনির্বাহী কমিটি ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিনিয়র টেকনিক্যাল এডভাইজার ভাইটাল স্ট্রাটোজ সৈয়দ মাহবুবুল তালম তুহিন,এইড ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর শাগুফতা সুলতানা, মেয়র এলাইন্স ফর হেলদি সিটির কোয়াডিনেটর আবু নাসের অনিক, স্টপ বাংলাদেশের ফোকাল পয়েন্ট ফাহমিদা ইসলাম, টিসিআরসির ব্যবস্থাপক ফারহানা জামান লিজা প্রমূখ। 

অতিথীবৃন্দ তাদের আলোচনায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ’ ঘোষণা বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা একটি কার্যকর উদ্যোগ। এই নির্দেশিকার আলোকে তামাকাজাত দ্রব্য বিক্রয় সীমিতকরণে তামাকজাত দ্রব্যের বিক্রেতাদের পৃথকভাবে লাইসেন্সিং এর আওতায় আনলে অনেকাংশেই বিক্রয় নিয়ন্ত্রেণর মধ্যে চলে আসবে।বিক্রয় সীমিতকরণ করা সম্ভব হলে এর ব্যবহারও সয়ংক্রিয়ভাবে কমে আসবে।

সভার সভাপতি সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস তার সমাপনী বক্তব্যে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা অবিলম্বে সিংড়া পৌরসভায় কার্যকর করা হবে। শিক্ষা ও স্বাস্থসেবা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের দোকান অপসারণ করা হবে। ইতিমধ্যে তামাকজাত দ্রব্য বিক্রেতাদের লাইসেন্সিং এর আওতায় এনে সিংড়া পৌর এলাকায় তামাকজাত দ্রব্যের ব্যবহার শতভাগ নিয়ন্ত্রণের মধ্যে আনা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত