একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে খুলনার লবনচরা থানা পুলিশ। একইসাথে সোহাগ হোসেন ও আবদুল্লাহ আল মামুন নামের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোহাগ লহ্মীপুরের রামগঞ্জ থানার হরিদচর পুরন বড়বাড়ির মোঃ মানিকের ছেলে এবং মামুন নগরীর টুটটপাড়ার ৪৯ বায়তুন আমান সড়কের বাসিন্দা মোঃ জাহাঙ্গীরের ছেলে।
সোমবার দুপুরে কেএমপি সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম। তিনি বলেন, চেকপোস্ট বসিয়ে প্রথমে সন্দেহতীতভাবে সোহাগের দেহ তল্লাশী করে দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে এলাকার আর্জুর কালভার্ট এলাকা মামুনককে গ্রেপ্তার করা হয়।
এরপর তাদের সাথে নিয়ে খান বাহাদুর সড়কের মতি মিয়ার মিলের উত্তর পাশ থেতে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশী পিস্তল, আরও দুই রাউণ্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পুলিশ জানায় এসব অস্ত্র মাদক ব্যবসা, ভ‚মি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতো তারা। এছাড়া সোহাগ ও মামুনের নামে বিভিন্ন থানায় একধিক মামলা রয়েছে। অসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ কমিশনার জানান।