বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
প্রবাসী বাবার থেকে টাকা আদায়ে সন্তানের অপহরণের নাটক
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:২০ PM
নীলফামারীর সৈয়দপুরে অনলাইন জুয়ায় (থাই জুয়া) আসক্ত বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী নিজেকে অপহরণের নাটক সাজিয়ে প্রবাসী বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হুগলীপাড়া। ওই শিক্ষার্থীর নাম হুমায়ুন কবির ওরফে বাবু। সে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিষয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। 

এদিকে, সাজানো অপহরণের ঘটনার আট দিন পর গত (৩০ জানুয়ারি) সৈয়দপুর থানা পুলিশ ঘটনার মূল হোতা বাবুকে তার বাড়ি থেকে উদ্ধার করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক সাজানো অপহরণের ঘটনার বিষয়ে আজ দুপুরে সৈয়দপুর থানা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এতে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত সাজানো অপহরণ ঘটনা ও উদ্ধার সম্পর্কে সাংবাদিকদের বিফ্রিং করেন। এ সময় সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহা আলম, অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম রাসেল পারভেজ উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত