বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
নন্দীগ্রামে পুকুর খননকালে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৯ PM
বগুড়ার নন্দীগ্রামে পুকুর খননকালে আবারও একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। মূর্তিটির ওজন ২৫ কেজির বেশি বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে মূর্তিটি নন্দীগ্রাম থানা পুলিশ হেফাজতে রয়েছে। 

জানা গেছে, রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাটগ্রাম এলাকায় মো: বকুল মিয়ার একটি পুরোনো পুকুর এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে খননকাজ চলছিল এসময় ২৫ কেজির বেশি ওজনের একটি বিষ্ণুমূর্তি দেখতে পায় স্থানীয় লোকজন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে থানার এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ভাটগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি খোরশেদ আলম জানান, একটি পুরোনো পুকুর (ভেকু) মেশিন দিয়ে খননকালে বিষ্ণু মূর্তি দেখতে পাওয়া যায়। পরে থানা পুলিশে খবর দিলে তারা এসে থানাতে নিয়ে যায়। 

এবিষয়ে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন জানান, ২৫ কেজি ওজনের চেয়েও বেশি একটি বিষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মূর্তি প্রত্নতত্ত বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত