বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৮ PM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে মাহমুদুল হাসান লিটন (৩১) নামে এক ডেন্টিস্ট নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আব্দুল কাদের নামে আরও একজন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার রানীহাটি বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত ডেন্টিস্ট লিটন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে।

একই মোটরসাইকেলে আরহী ছিলেন আহত আব্দুল কাদের বলেন, লিটন ওষুধ কিনার জন্য আমাকে সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসছিলো। পথে ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সকলে লিটন মোটরসাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসার পথে শিবগঞ্জ গামী ট্রাকের সাথে সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেলের চালক লিটন ও তার সাথে থাকা আব্দুল কাদের আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মাহমুদুল হাসান লিটনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকটি ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত