মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
মানিকগঞ্জে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫৯ PM
মানিকগঞ্জে হাইড্রোলিক হর্ণ ও কালাধোয়া নির্গমনকারী ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়কের উচুটিয়া পুলিশ লাইন্স এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এসময় ৫টি যানবাহন হতে ১৭ হাজার টাকা জরিমানাসহ ৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। 

জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ জাহিদ রাতুল এর নেতৃত্বে পরিচালিত মোবাইল করতে কোর্টে পরিবেশ দপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি ও পরিদর্শক মো: আব্দুর রাজ্জাক সহ জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক মামা আসবেন না ডক্টর ড. মো ইউসুফ আলী বলেন, হাইড্রোলিক হর্ন ও কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট চলমান থাকবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত