নরসিংদীর রায়পুরার এক চালককে অজ্ঞান করে ব্যাটারী চালিত অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী। এসময় চালক মো: সাদ্দাম হোসেনকে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে ফেলে যায় ছিনতাইকারীরা।
বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর বাজার সংলগ্ন নীলকুঠি টু নারায়ণপুর সংযোগ সড়কে আজ সোমবার সন্ধ্যা আনুমানিক ছয়টার পর এই ঘটনা ঘটে। চালক মো: সাদ্দাম হোসেন রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাহমুদাবাদ নামা পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মো: মিলন মিয়া।
খবর পেয়ে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার রায়পুরা প্রতিনিধি এ.কে.এম সেলিমের সহযোগিতায় চালককে উদ্ধার করে অভিভাবকের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়।
অটোরিক্সা চালক সাদ্দাম
উপস্থিত লোকজনের মাধ্যমে জানা যায়, রাস্তার পাশে লোকটিকে পড়ে থাকতে দেখে মৃত ভেবে পুলিশের ভয়ে কেউ কাছে যায়নি। পরে দূর থেকে নড়াচড়া দেখে কাছে এলে বুঝা যায় কেউ তাকে অজ্ঞান করেছে।
এসময় আলামিন নামে এক যাত্রী রিক্সায় করে নীলকুঠি থেকে সররাবাদ যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা সাদ্দামকে দেখতে পায়। তখন মানুষের ভীড় ছিল। তবে পুলিশি ঝামেলার ভয়ে কেউ সহযোগিতা করতে চাইছিল না। এমন সময় ঐ যাত্রী স্থানীয় সাংবাদিক এ.কে.এম সেলিমকে ফোন করলে তিনি তার কাছে থাকতে বলেন এবং ভিভাটেক নিয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞান সাদ্দামকে ঐ যাত্রীর সহযোগিতায় নীলকুঠি বাসস্ট্যান্ডে নিয়ে আসেন।
পরে সাংবাদিক ফেসবুকে ছবিসহ পোস্ট করলে সাথে সাথে নামা পাড়ার সবুজ মিয়া সাদ্দামকে চিনেন বলে জানান এবং সাদ্দামের বাবাকে খবর পাঠান। খবর পেয়ে সাদ্দামের বাবা লোকজন নিয়ে নীলকুঠি বাসস্ট্যান্ডে আসলে সাদ্দামকে হাসপাতালে পাঠানোর জন্য সিএনজি তে তুলে দেন।
সাদ্দামের বাবা মিলন মিয়া জানান, কয়েকদিন আগে নতুন অটো রিক্সা কিনেন সাদ্দাম। শেষ খবর পাওয়া পর্যন্ত সাদ্দাম এখন সুস্থ আছে।