নড়াইলের লোহাগড়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে মো.লিটুর খান (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজলার কাশিপুর ইউনিউনের ধোপাদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটুর খান লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিউনের ধোপাদাহ গ্রামের মৃত ছানোয়ার খানের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে লিটুর খান ধোপাদাহ কমিউনিটি ক্লিনিকের পাশে কাঁঠাল গাছের ডাল কেটে নেমে আসার সময় পা পিছলে পড়ে গুরুতর আহত হন।
এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।