পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অশ্লীল লেখা সম্বলিত টিশার্ট পরে বিদায় অনুষ্ঠানে যোগ দেয়ার অভিযোগ উঠেছে চলতি বছরের এসএসসি পরিক্ষার্থীদের বিরুদ্ধে।
জানা যায়, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বিদ্যালয়টির ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শুরু হয়। ওই অনুষ্ঠানে পরীক্ষার্থী ছাত্র ছাত্রীরা বিভিন্ন অশ্লীল লেখা সম্বলিত একই রঙের টিশার্ট পরে উপস্থিত হয়। অশ্লীল লেখার নানা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সমালোচনার তীব্রর ঝড় বইছে।
প্রশ্ন উঠেছে ওই বিদ্যালয়ের শিক্ষকদের সচেতনতা ও কর্মকান্ড নিয়ে এসব অপসংস্কৃতির উৎসাহ দিচ্ছেন। তবে, এ ঘটনা এ বছরই নতুন নয় বলে দাবি স্থানীয়দের।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ২৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা। পরীক্ষা উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান উপলক্ষ্যে কতিপয় শিক্ষার্থীরা এসব কর্মকাণ্ডের পরকিল্পনা করে টিশার্ট ক্রয় ও ফটোসেশনের আয়োজন করে।
এ বিষয়ে ওই বিদ্যালয়র শারীরিক শিক্ষক মো.রফিকুল ইসলাম বাবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, কে কোন পোশাক পড়বে সেটা তার ইচ্ছা, এটা আমাদের দেখার বিষয় নয়। উপজেলা আ.লীগের সম্পাদক ও ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইকবাল মাহমুদ লিটন বলেন, এটা অপসংস্কৃতি। এসব অপসংস্কৃতি থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আসা উচিত।
এ বিষয় বক্তব্য নেয়ার জন্য দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন সৈকতের মোবাইলে ফোন দেয়া হলে তিনি লাইন কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখেন।দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা বলেন, বিদায় অনুষ্ঠানে কোনো অশ্লীলতার সুযোগ নেই। এ বিষয় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।