নীলফামারী ডিমলায় ২০২৩-২৪ অর্থ বছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের ১ম কিস্তির অর্থে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ) সকালে ডিমলা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে ৩ হাজার গরীব-দুখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে অত্র ইউনিয়নের চেয়ারম্যান এইএচএম ফিরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- মেজবাহুর রহমান, ইউপি সচিব রমজান আলী সহ প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্য/সদস্যাগণ ও এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।