বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
সৈয়দপুরে পৌর এলাকায় রাস্তা সংস্কা‌রের দাবীতে মানববন্ধন
সৈয়দপুর নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৩৪ PM
নীলফামারীর সৈয়দপুরে পৌর এলাকার রাস্তা সংস্কা‌রের দা‌বি‌তে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে পৌর এলাকায় ওয়াপদা মোড় থেকে তামান্না মোড় পর্যন্ত বেহাল সড়ক সংস্কা‌রের দাবীতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ অটোবাইক শ্রমিক কন্যাণ সোসাইটি, সম্মিলিত বাম সংগঠন ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ। মানববন্ধ‌নের আয়োজন ক‌রে। এসময় মানববন্ধনকারীরা অ‌ভি‌যোগ ক‌রেন, বর্তমা‌ন পৌর এলাকার ‌বে‌শিরভাগ রাস্তার বেহাল দশা। রাস্তাঘাট চলাচল অনু‌পো‌যোগী। তাই এই রাস্তা গু‌লো দ্রুত সংস্কার ক‌রে পৌরবাসী‌কে ভোগা‌ন্তি থেকে রক্ষার জন‌্য পৌর মেয়রের পদত্যাগের জোর দা‌বি জানান।

মানববন্ধ‌নে উপ‌স্থিত ছি‌লেন, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কন্যাণ সোসাইটি সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ম আ শামীম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাভিস্কো, নীলফামারী জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি তোফাজ্জল হোসেন, জাসদ (ইনু) সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আশিক জনি, বাংলাদেশ কৃষক সমিতি সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আবুল ফজল টুটুল, ওয়ার্কাস পার্টির সৈয়দপুর উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক সিদ্দিকা বেগম, জাতীয় কৃষক সমিতির সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি মজিবর রহমানসহ স্থানীয় গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ অ‌নে‌কেই উপ‌স্থিত ছি‌লেন।   

এ ব্যাপারে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান পৌরসভার বাইরে থাকায়, তার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ করেন নি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত