নড়াইলে লোহাগড়া উপজেলার শামুকখোলা কাজী পাড়া জামে মসজিদ ও স্বতন্ত্র ইবতেদাই মাদ্রাসার প্রধান পৃষ্টপোষক কাজী শরিফুল ইসলাম মিন্টুর উদ্যোগের দিনব্যাপি ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দিন আজ বৃহস্পতিবার দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল কুরআন, আযান, হামদ-নাত, গজল। এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
এতে উপজেলার শামুকখোলা কওমী মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মালঃ মুফতি আঃ হালিমের সভাপতিত্বে ও কাজী আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়া, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়,নোয়াগ্রাম ইউপি সাবেক চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম কালু। এসময় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিন শুক্রবার বিকেল ৪টায় মাদ্রাসা মাঠ চত্বরে ৩৩ তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন হাফেজ মাওঃ মুফতি আঃ বাতেন কাসেমী ঢাকা, প্রধান আলোচক হিসেবে ওয়াজ করবেন হাফেজ মাওঃ মুফতি মিজানুর রহমান কাসেমী ঢাকা, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করবেন মাওঃ হাফেজ মুফতি আল আমিন সাইফী মাদারীপুর।