বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
নবীনগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০৪ PM
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কুড়িঘরে গ্রামবাসীর আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা বৃহস্পতিবার বিকেলে কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। লাঠি খেলা দেখতে নাটঘর ইউনিয়নসহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়।

ঢাক, ঢোল আর সানাইয়ের শব্দে চারপাশ আলোড়িত হয়। বাদ্যযন্ত্রের তালে নেচে নেচে লাঠি খেলে নানান অঙ্গভঙ্গির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও গ্রামীণ জনজীবনের নানা দিক প্রদর্শন করে লাঠিয়ালরা।

তারপরই শুরু হয় লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়ার অসাধারণ দৃশ্য দেখতে হাজারো দর্শক উপস্থিত হন। দর্শকদের করতালি আর হৈ-হুল্লোড়ে আরো জাঁকজমকপূর্ণ হয়ে উঠে লাঠি খেলার আসর। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই লাঠিখেলায় কুড়িঘর গ্রামের ১ টি লাঠিয়াল বাহিনী অংশগ্রহণ করে।

খেলায় উপস্থিত ছিলেন নাটঘর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাকির সর্দার, বাবুল মেম্বার, মো. মাহফুজ মিয়া, মো. দেলোয়ার হোসেন, মো. কাউছার মিয়া, শহিদুল্লাহ প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত