গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিরন্যকান্দী গ্রামে যৌতুকের দাবিতে নদী খানম(২২)নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী মো:মিরাজ শেখ (২৫)কেআটক করেছে থানা পুলিশ।
বুধবার(৩১মে)দুই হাজার তেইশ,দুপুর ২টা ৩০ মিনিটের দিকে স্বামীর উত্তর পোতার বসত ঘর এ হত্যার ঘটনা ঘটেছে।কাশিয়ানী থানা পুলিশ খবর পেয়ে গিয়ে নদী খানমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
মিরাজ শেখ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরন্যকান্দী গ্রামের মৃত খবিরউদ্দীন শেখের ছেলে।হত্যার শিকার নদীর মা মোসাঃমিনু বেমগ বাদী হয়ে ৫ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল,গোপালগঞ্জ কোটে
নারী ও শিশু দমন আইন ২০০০ সংশোধনীয় ২০০৩ এর ১১(ক)/৩০ ধারায় মামলা দায়ের করে।
নদী খানমের ‘মা’ মিনু বেগম কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন,তিন বছর আগে মিরাজ শেখের সাথে নদীর পারিবারিকভাবে বিবাহ হয়।
যৌতুকের দাবিতে আমার মেয়েকে প্রায় মারধর করতো।ঐ পরিবার থেকে শারীরিক নির্যাতন করে আমার মেয়েকে মেরে ফেলেছে।
নদী হত্যার অভিযোগে সাত মাস পরে ১ নং আসামি মিরাজ শেখ(২২)কে গত ২৬ জানুয়ারি শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।