বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
নরসিংদীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩৯ PM
নরসিংদীর হাজিপুরে সাবেক স্ত্রী রুনা বেগম (৪৫)কে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার করার অভিযোগ উঠেছে সাবেক স্বামী রৌশন মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রৌশন মিয়া পলাতক রয়েছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে সদর উপজেলার হাজিপুর চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুনা বেগম (৪৫) শহরের বেপারীপাড়া এলাকার করিম মিয়ার মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় রুনাকে তার সাবেক স্বামী রৌশন মিয়া হাজিপুর চকপাড়া এলাকায় বাড়িতে ডেকে আনেন। সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে রুনাকে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে কুপিয়ে ও পরে বটি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেন রৌশন মিয়া। এসময় ঘরের মধ্যে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে রৌশন মিয়া পালিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাজাহান মিয়া বলেন, ঘরের মধ্যে চিৎকারের শব্দ শুনে আমারা দরজা ধাক্কা দিলেও তারা দরজা খোলেননি। অনেকক্ষণ পর দরজা খুলে রৌশন মিয়া পালিয়ে যান। পরে রুনাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা সাহারা বেগম জানান, ভ্যানচালক রৌশন মিয়া মাদকাসক্ত। টাকার জন্য প্রায়ই রুনাকে মারধর করতেন। এরই জেরে গত দুই বছর আগে রৌশনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন রুনা। এর পরও রুনাকে ফিরিয়ে নিতে নানান রকম চেষ্টা চালান রৌশন। তবে রুনা রাজি হননি। সন্তানদের নিয়ে বেপারীপাড়া এলাকায় বসবাস করতেন রুনা।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, হাসপাতালে আনার পর আমরা রুনা বেগমকে মৃত অবস্থায় পাই। তার গলার পেছন দিক থেকে কাটা অবস্থায় পাওয়া যায়। এছাড়াও কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহাম্মেদ বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত