বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
সৈয়দপুরে পৌর এলাকায় রাস্তা সংস্কা‌রের দাবিতে প্রতীকী অনশন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১:০৮ PM আপডেট: ২৪.০২.২০২৪ ৩:১৪ PM
নীলফামারীর সৈয়দপুরে পৌর এলাকার রাস্তা সংস্কা‌রের দা‌বি‌তে প্রতীক অনশন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ২৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টা থেকে দুপুর একটা পযন্ত, পৌর এলাকায় ওয়াপদা মোড় থেকে তামান্না মোড় পযন্ত বেহাল সড়ক সংস্কা‌রের দাবীতে বিভিন্ন সংগঠনের উদ্দেগে প্রতীক অনশন কর্মসূচি পালন করা হয়েছে। 

বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, সম্মিলিত বাম সংগঠন, ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ! মানববন্ধ‌নের আয়োজন ক‌রে। 

এসময় মানববন্ধনকারীরা অ‌ভি‌যোগ ক‌রে বলেন, বর্তমা‌ন পৌর এলাকার ‌বে‌শিরভাগ রাস্তার বেহাল দশা। রাস্তাঘাট চলাচল অনু‌পো‌যোগী। তাই এই রাস্তা গু‌লো দ্রুত সংস্কার ক‌রে পৌরবাসী‌কে ভোগা‌ন্তি থেকে রক্ষার জন‌্য পৌর মেয়রের পদত্যাগের জোর দা‌বি জানান।

প্রতীকী অনশনে উপ‌স্থিত ছি‌লেন, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,  বিভিন্ন সংগঠনসহ স্থানীয় গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ । 

এ ব্যাপারে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান পৌরসভার বাইরে থাকায় তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করে বলেন, রাস্তা ঘাটের জন্য আন্দোলন করলে আমার জন্য ভালো, তাহলে তাড়াতাড়ি রাস্তার কাজ করানো সম্ভব হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত