দশমিনা উপজেলা মৎস্য অধিদপ্তর তেতুঁলিয়া ও বুডাগৌরঙ্গ নদীতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে সাড়ে ১১ হাজার কারেন্ট , ভাডা ও চাপিলা ইলিশ জাল জব্দ করা হয়। এসময় কোন মৎস্যজীবীকে আটক করা হয়নি।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি ) সকাল সন্ধ্যায় তেতুঁলিয়া ও বুডাগৌরঙ্গ নদীতে বিশেষ কম্বিং ওই অপারেশন পরিচালনা করেন উপজেলা ও বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর।
অভিযান পরিচালনা করেন সহকারি পরিচালক, বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর, মোহাম্মাদ নাসির উদ্দিন, সহকারি জেলা মৎস্য কর্মকর্তা(ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপক প্রকল্প), মোহাম্মাদ সামিউল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার, উপজেলা মৎস্য অফিস ক্ষেত্র সহকারি মোঃ মিলন বিশ্বাস, নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক(এসআই) আশ্রাব উদ্দিন সহ নৌপুলিশ সদস্য।
বিভাগয়ি সহকারি পরিচালক মোহাম্মাদ নাসির উদ্দিন বলেন, শুক্রবার সকালে তেতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী জাল সহ অন্যান্য অবৈধ জাল অপসারনে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। এ সময় সাড়ে ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট, ভাডা ও চাপিলা ইলিশ জাল জব্দ কওে পুরিয়ে ফেলা হয়। তিনি আরো বলেন এ অভিযান অব্যহত থাকবে।
পরে জব্দকৃত জাল তেতুঁলিয়া নদীর তীরবর্তী হাজিরহাট নদীর পাড়ে পুরিয়ে ফেলা হয়।