ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি সময় চোর চক্রের ৪ সদস্য আটক করেছেন স্থানীয় এলাকাবাসীরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারী) ভোর রাত ৪টার দিকে উপজেলার নোয়াগাও ইউনিয়নের ইসলামবাদ (গোগত) এলাকায় তাদেরকে আটক করে সরাইল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে পুলিশ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও ১১ বান্ডিল কয়েল উদ্ধার করে।
আটককৃতরা হলো, উপজেলার নিজ সরাইল এলাকার মুগল মিয়ার ছেলে তারেক মিয়া (২৮), দামাউড়া এলাকার আবুল উদ্দিনের ছেলে মো: শিপন মিয়া (২৭), অরুয়াইল এলাকার শওকত মিয়া ছেলে হাবিব মিয়া (৫০) ও নাসিরনগর চাতলপাড় এলাকার মৃত চান মিয়ার ছেলে সাদেক মিয়া (৩৮)।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে ইসলামাবাদ এলাকায় খুঁটি থেকে ট্রান্সমিটার খুলছিলেন চোর চক্রের সদস্যরা। ট্রান্সমিটারটির ভেতরের কয়েলে ব্যবহৃত তামার ক্যাবল বের করার সময় টের পায় স্থানীয় কয়েকজন লোক। এরপর তাদেরকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তাদের বিরূদ্ধে বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরির অপরাধে মামলা হবে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।