বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৩৯ PM
এসএসসির গণিত পরিক্ষা খারাপ হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের আমনুরার সেতুপাড়া এলাকায় এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

নিহত শিক্ষার্থী হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা সেতুপাড়া গ্রামের ইব্রাহিম হকের ছেলে ফারান তাসভির মহিম (১৭)। সোমবার গভীররাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটিয়েছে।

মহিম আমনুরা কেএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যরা জানায়, রোববার এসএসসির গণিত পরীক্ষায় আশানুরূপ ভালো লিখতে না পারায় নিজের উপর অভিমান করে সে নিজ বাড়িতে ফ্যানের সাথে রশি বেঁধে আত্মাহত্যা করেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পরিক্ষায় ভালো না হওয়ায় নিজ কক্ষে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তে নিয়ে আসা হয়। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত