রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
বিএনপি যুক্তরাষ্ট্রের কাছে যা চেয়েছিল তা পায়নি: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১:০৬ PM আপডেট: ২৭.০২.২০২৪ ৫:৪৩ PM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আসলে যুক্তরাষ্ট্রের কাছে যা চায় বা চেয়েছিল সেটি পায়নি। তাই এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এ ইস্যুতে দলটি নিশ্চুপ হয়ে গেছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির গলার জোর কমে গেছে, কিন্তু মুখের বিষটা রয়ে গেছে।

মার্কিন প্রতিনিধিদলের সফর নিয়ে তিনি বলেন, মূলত এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে এসেছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু বন্ধুর পরিবর্তে যারা প্রভু হতে চায় তাদের দাসত্ব আমরা মানি না, মানব না।

বাংলাদেশের ঋণখেলাপী হবার কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, নিত্যপণ্যের মূলবৃদ্ধি নিয়ে মানুষ বোঝে এতে সরকারের কোনো দোষ নেই, কারণ সারা বিশ্বেই মূল্যবৃদ্ধি ঘটেছে। এসময় দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত