স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় গতকাল।
জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদের সভাপতিত্বে সভায় পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক আতাউর রহমান বক্তব্য দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও নীলফামারী প্রেসক্লাব সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম বক্তব্য দেন অন্যান্যের মধ্যে।