মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
সহপাঠীকে মারধরের অভিযোগে তামিরুল মিল্লাতের ৫ শিক্ষার্থীকে টিসি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৪:০৬ PM
গাজীপুরের টঙ্গীর তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসায় শৃঙ্খলাভঙ্গ ও সহপাঠীকে মারধরের অভিযোগে ৫ শিক্ষার্থীকে প্রতিষ্ঠান থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার সকালে মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজে অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বহিষ্কৃতরা হলেন- নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মাজহারুল ইসলাম, জুবায়ের বিন আলতাফ, মাহির খান, আব্দুল্লাহ বিন ফয়সাল ও নাসিমুল হাসান রোহান। 

জানা গেছে, গত ২৫ মে ক্লাস চলাকালীন ঘুমিয়ে পড়া শিক্ষার্থী মাজহারুল ইসলামকে তার অপর সহপাঠী সিফাত বিরক্ত করলে মাজহারুল ক্ষিপ্ত হন। ক্লাস বিরতির সময় তিনি ও তার কয়েকজন সহপাঠী মিলে সিফাতকে মারধরের চেষ্টা করেন। এ সময় সিফাতের পক্ষে থেকে ইফতেখার ইসলাম মারধরে বাধা দিলে তারা ইফতেখারকেও দেখে নেওয়ার হুমকি দেয়। 

পরে ওইদিন বিকেলে মাজহারুল ও তার সহযোগীরা সিফাতকে বালাদিল আমিন মসজিদের সামনে থেকে ধরে নিয়ে এশিয়া পেট্রােল পাম্পের পাশে একটি মাঠে মারধর করেন। এরপর ইফতেখারকেও হোস্টেল থেকে তুলে নিয়ে মারধর করে আহত করা হয়। আহত ইফতেখার পরে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে ঘটনাটি মাদরাসা প্রশাসনকে জানান। দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ ৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের নোটিশ দেন। 

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদের (জিএস) সাইদুল ইসলাম জানান, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলাভঙ্গ ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটির সুপারিশ অনুযায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান বলেন, মাদরাসার শৃঙ্খলা রক্ষা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে পাঁচজন ছাত্রকে মাদরাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত